1. newsjibon@gmail.com : adminsp :
দিরাইয়ে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু - সুনামগঞ্জ প্রতিদিন
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:০৩ অপরাহ্ন

দিরাইয়ে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু

  • বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১১৬ বার পঠিত
Spread the love

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে চলতি মৌসুমে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৩ এর উদ্বোধন করেন দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন। এ সময় উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, আওয়ামীলীগ নেতা সিরাজ উদ দৌলা তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুল ইসলাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমান প্রমুখ। জানা গেছে, এবার উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে মোট ২৪৬৯ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান ক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে বেলা ২টার দিকে ড. জয়া সেনগুপ্তা এমপি দিরাই পৌর সদরে নির্মাণাধীন শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও রাজানগর ইউনিয়নে নির্মাণাধীন শেখ হাসিনা মৎস্য মঙ্গল প্রাঙ্গনের নির্মাণ কাজের অগ্রগতি দেখতে প্রকল্প এলাকা পরিদর্শন করেন।


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!