শান্তিগঞ্জে সরকারি ভর্তুকিমূল্যের ধান কাটার হারভেস্টার মেশিন ভেঙে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার (২৭ এপ্রিল) শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর উপজেলার হাচারচর গ্রামের মৃত আব্দুল কদ্দুসের পুত্র বশর মাস্টার গংদের বিরুদ্ধে হারভেস্টার মেশিন ভাঙার এমন অভিযোগ করেছেন জামলাবাজ গ্রামের মৃত ইছাক আলীর পুত্র আব্দুল সালাম (৪০)। অভিযোগ সুত্রে জানা যায়, অভিযুক্তরা অত্যন্ত উগ্র ও দাঙ্গাবাজ। গত শুক্রবার তারা তাদের জমিতে হারভেস্টার দিয়ে ধান কাটার কথা বলেন। তখন চলমান ধান কাটা শেষ না করে ধান কাটা যাবে না বললে অভিযুক্তরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে তারা বাদীর ছেলেকে মারধর করে। এবং হারভেস্টার ভেঙে ফেলে। তখন তারা প্রাণ বাঁচাতে অন্য বাড়িতে আশ্রয় নিলেও অভিযুক্তরা তাদের মেরে ধান কেটে উপার্জিত ৯২ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় এবং ধান কাটার মেশিন ভেঙে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। এই মুহুর্তে ধান কাটার মেশিন ওই এলাকায় থাকায় তা আনতে গেলে আবারও হামলার আশঙ্কায় এমন অভিযোগ করেছেন আব্দুল সালাম। অভিযুক্ত বশর মাস্টারের ব্যক্তিগত ফোন নাম্বারে কল দিলেও কল রিসিভ না করা বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে ওসির দায়িত্বে শান্তিগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুর রহমান জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন