1. newsjibon@gmail.com : adminsp :
দোয়ারাবাজারে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃতু - সুনামগঞ্জ প্রতিদিন
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:২৬ অপরাহ্ন

দোয়ারাবাজারে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃতু

দোয়ারাবাজার প্রতিনিধি
  • রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ২৬ বার পঠিত
Spread the love

দোয়ারাবাজার উপজেলার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শ্রী সচি বিশ্বাস (৩২) নামের একজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাত ১১ টার দিকে কনচ খাই হাওরে এ ঘটনা ঘটে। নিহত শ্রী সচি বিশ্বাস দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের ভুজনা গ্রামের মৃত শ্রী সুরেশ বিশ্বাসের ছেলে। এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভুজনা গ্রামের পাশে রাতে হাওরে ম্যাজিক চাই ও জাল দিয়ে মাছ শিকার করতে (উজাই-মারা) যান সচি বিশ্বাস সহ আরো কয়েক জন। সে-সময় একই গ্রামের মৃত মনিন্দ্র বিশ্বাসের ছেলে কইল্লা বিশ্বাস নামে আরেকজন আহত হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। দীর্ঘক্ষণ যাবত বজ্রাত চলাকালীন, সাড়ে ১০টা থেকে ১১ টার মধ্যে সে মারা যান। হাওরে মাছ শিকারে একাধিক মানুষ থাকায় মরার খবর পেয়ে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু ও দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বদরুল হাসান। উপজেলা প্রশাসনের পক্ষে মৃত পরিবারকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আম্বিয়া আহমদ তাৎক্ষনিক লাশের সৎকারের জন্য নগদ অর্থ প্রধান করেন। এবং প্রধান মন্ত্রী সহায়তা তহবিল থেকে পাওয়া চাউল, ডাল, সোয়া বিন তেল, চিনি, মসলার পেকেট ও দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চাতের লোকজন।


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!