1. newsjibon@gmail.com : adminsp :
দিরাইয়ে ভিজিএফয়ের ৬০ বস্তা চাল জব্দ ইউপি চেয়ারম্যান শৈলেন্দ্রকে প্রধান আসামী করে মামলা - সুনামগঞ্জ প্রতিদিন
বুধবার, ০১ মে ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন

দিরাইয়ে ভিজিএফয়ের ৬০ বস্তা চাল জব্দ ইউপি চেয়ারম্যান শৈলেন্দ্রকে প্রধান আসামী করে মামলা

মোশাহিদ আহমদ সরদার, দিরাই 
  • রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ২০ বার পঠিত
Spread the love

দিরাইয়ে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতিদরিদ্রদের মধ্যে বিতরণের সরকারি ভিজিএফের ৬০ বস্তা চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার রাজানগর বাজারে আবুল কাশেমের দোকানে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। এ ঘটনায় রাতেই দিরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুনির হোসেন বাদী হয়ে রফিনগর ইউনিয়নের চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার তালুকদারকে প্রধান আসামী করে দিরাই থানায় একটি এজাহার দায়ের করেন। মামলার অন্য আসামীরা হলেন, রাজানগর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলের চাচা রাজানগর গ্রামের আবুল কাশেম, চাচাতো ভাই সাঈদ আহমেদ, চেয়ারম্যানের সহোদর আজহার মিয়া, একই গ্রামের রুমাইদ মিয়া ও রন্নারচর গ্রামের সাগর মিয়া। জানা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের ২২৪৩৪টি গরিব-অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে রফিনগর ইউনিয়নে ভিজিএফ কার্ডধারী সংখ্যা ২ হাজার ২৮৫টি পরিবার। বৃহস্পতিবার ২২.৮৫০ মেট্রিক টন চাল উত্তোলন করেন ইউপি চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার। শুক্রবার ভিজিএফ কার্ডধারীদের মধ্যে ওই চাল বিতরণের কথা ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজানগর বাজারের আবুল কাশেমের দোকানের গুদাম ঘরে সরকারি ভিজিএফয়ের চাল বস্তা পরিবর্তন করে কালোবাজারির গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জনি রায় অভিযান চালিয়ে ৫০ কেজির ৬০ বস্তা চাল জব্দ করেন। যার পরিমাণ ৩ হাজার কেজি। জব্দকৃত ২৮টি চালের বস্তার মুখ খোলা ও অপর ৩২টি চালের বস্তার মুখ মেশিন দ্বারা সেলাই অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। জব্দকৃত চাল রাতেই দিরাই থানা হেফাজতে আনা হয়। রফিনগর ইউনিয়নের চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার তালুকদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে জব্দকৃত চাল নিজের বলে দাবী করেন। তিনি বলেন, চালগুলো রফিনগর ইউনিয়নের মেঘনা গ্রামে বিতরণের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। আবহাওয়া খারাপ হওয়ায় রাজানগর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলের ভাই আজহার এর সহযোগিতা নিয়ে রাজানগর বাজারে রাখার ব্যবস্থা করেন। বস্তা পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান। দিরাই উপজেলা নিবার্হী অফিসার মো. মাহমুদুর রহমান খোন্দকার বলেন, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রতন দেবনাথ বলেন, এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শৈলেন্দ্র তালুকদারসহ ৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। ঘটনাস্থল থেকে আটক ১জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!