1. newsjibon@gmail.com : adminsp :
ঝড় ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড সুনামগঞ্জের দুই উপজেলা - সুনামগঞ্জ প্রতিদিন
বুধবার, ০১ মে ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন

ঝড় ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড সুনামগঞ্জের দুই উপজেলা

আল হাবিব
  • বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১৭ বার পঠিত
Spread the love

সুনামগঞ্জে আকস্মিক ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে দুই উপজেলার অন্তত ৭ শতাধিক বাড়ীঘর ও ২ শতাধিক দোকান লন্ডভন্ড হয়ে গেছে। সেই সাথে শতাধিক গাছ ভেঙে পড়েছে সড়কে। এতে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত রবিবার (৩১ মার্চ) রাত ১০টা থেকে সোমবার ভোর ৪ টা পর্যন্ত সুনামগঞ্জে বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড হয়েছে দুই উপজেলার ৭ শতাধিক ঘরবাড়ি,২ শতাধিক দোকান ও শতাধিক গাছপালা। এতে বেকায়দায় পড়েছেন ঘর বিধ্বস্ত হওয়া লক্ষাধিক মানুষ। তার মধ্যে শান্তিগঞ্জ উপজেলার কামরূপদলং, সদরপুর, চন্দ্রপুর, আস্তমা, তালুকগাঁও ও পশ্চিম পাগলা গ্রামেই অন্তত ৫শ বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। একইভাবে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর, লক্ষণশ্রী ইউনিয়ন সহ ২ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। রোববার শুরু হওয়া ঘূর্ণিঝড়ের প্রথম ২০ মিনিটে চোখের নিমিষেই বাড়িঘর গাছপালা ভেঙে পড়ে। মানুষজন তখনও ঘরের ভেতর ঘুমিয়ে ছিলেন। তারা কোনমতে পরিবার আর সন্তানদের নিয়ে ঘরের ভেতর থেকে জান নিয়ে বের হন। কিন্তু নিজের কোন আসবাবপত্র, ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র বের করতে পারেননি। এদিকে মানুষ ঘরবাড়ি সর্বস্ব হারিয়ে নিস্ব হয়ে গেছেন। তাই সহায়তা চেয়েছেন প্রশাসনসহ জনপ্রতিনিধির। তবে শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুকান্ত শাহ বলেন,ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করে তাদের সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা দেওয়া হবে। এবং তাদের ঘর নির্মাণর জন্য ঢেউটিন বিতরণ করা হবে। গতকাল রাতের এই ঝড়ে প্রায় ৩০০ মানুষ গুরুতর আহত হয়েছেন।


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!