1. newsjibon@gmail.com : adminsp :
মিড-ডে মিল মানসম্মত শিক্ষা নিশ্চিত করবে: প্রতিমন্ত্রী - সুনামগঞ্জ প্রতিদিন
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন

মিড-ডে মিল মানসম্মত শিক্ষা নিশ্চিত করবে: প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
  • শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮৪ বার পঠিত
মিড-ডে মিল মানসম্মত শিক্ষা নিশ্চিত করবে: প্রতিমন্ত্রী
Spread the love

আবারও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। আগামী জুলাই থেকে এটা শুরু হবে। বিষয়টি জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

বৃহস্পতিবার ঢাকার দোহার ও ফরিদপুরের সদরপুর উপজেলার নারকেলবাড়িয়ার বিভিন্ন স্কুল পরিদর্শনকালে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আগামী জুলাই থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এর মাধ্যমে শিক্ষার্থীদের ঝড়েপড়া রোধ, শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে শতভাগ ভর্তি, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির মাধ্যমে শিখন ঘাটতি রোধ করে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে বড় ধরনের অগ্রগতি হবে।

উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনাকালে প্রতিমন্ত্রী স্কুলগুলোর অবকাঠামোগত সমস্যা সমাধান ও দ্রুততম সময়ের মধ্যে ওয়াস ব্লক নির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া নারকেলবাড়িয়ায় শিক্ষকদের ডরমিটরি নির্মাণের আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. মিকাইল, দোহার উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার আহসান মাসুদ রাসেল, নারকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাসিরউদ্দিন সর্দার প্রমুখ।


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!