1. newsjibon@gmail.com : adminsp :
বীর মুক্তিযোদ্ধা আ.ত.ম সালেহ আর নেই - সুনামগঞ্জ প্রতিদিন
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৪৩ অপরাহ্ন

বীর মুক্তিযোদ্ধা আ.ত.ম সালেহ আর নেই

  • বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৪৯ বার পঠিত
Spread the love

 

প্রতিদিন প্রতিবেদক : সুনামগঞ্জ শহরের সুপরিচিত মুখ, প্রগতিশীল রাজনীতির অগ্রসৈনিক,জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা, আ.ত.ম সালেহ আর আমাদের মাঝে নেই। বুধবার দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যূকালে তিনি ২ কন্যা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বাদ এশা জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
মরহুমের মৃত্যু সংবাদ শুনে তার হাছননগরস্থ বাসভবনে ছুটে যান শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গরা। জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ,অতিরিক্ত পুলিশ সুপার মো.আবু সাইদ ও সদর মডেল থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে বেজে উঠে করুন সুর। বীর মুক্তিযোদ্ধার মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট, পৌর মেয়র নাদের বখত, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট হুমায়ূন মঞ্জুর চৌধুরী, জজকোর্টের পিপি ড.খায়রুল কবির রুমেন এডভোকেট, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, আওয়ামীলীগ নেতা সিরাজুর রহমান সিরাজ, ইশতিয়াক আহমদ শামীম, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুর রশীদ, সদর থানার সাবেক কমান্ডার আব্দুল মজিদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী জাহান, জেলা শাখার সভাপতি আল-হেলালসহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিশিষ্টজনের শোক: সুনামগঞ্জের  প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আ.ত.ম সালেহ‘র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি, তথ্য মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি,সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন, সিলেট ও সুনামগঞ্জ সংরক্ষিত নারী আসনের এমপি শামিমা আক্তার খানম, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, পৌর মেয়র নাদের বখত, জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন, সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল, আওয়ামীলীগ জাতীয় পরিষদের সদস্য ব্যারিস্টার এম.এনামুল কবির ইমন, সুনামগঞ্জ প্রতিদিনের সম্পাদক আহমদুজ্জামান চৌধুরী হাসান প্রমুখসহ শহরেরর বিশিষ্ট ব্যাক্তিবর্গ। পৃথক পৃথক বিবৃতিতে তারা সুনামগঞ্জ জেলা জাসদের সাবেক সভাপতি, জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আতম সালেহ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বুধবার বাদ এশা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাযা শেষে  শান্তিবাগস্থ কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
এর আগে সুনামগঞ্জ পৌরসভার সামনে মরহুমের মরদেহে ফুলেল শ্রদ্ধা জানায় শহরের বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!