1. newsjibon@gmail.com : adminsp :
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে আবেদনের সময় বাড়লো - সুনামগঞ্জ প্রতিদিন
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে আবেদনের সময় বাড়লো

ডেস্ক নিউজ
  • শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮৫ বার পঠিত
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে আবেদনের সময় বাড়লো
Spread the love

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আবেদন সময় বাড়ানো হয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণে সহায়তার জন্য আবেদন করা যাবে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে সই করেছেন ট্রাস্টের সহকারী পরিচালক (উপবৃত্তি) মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক ২০২২-২৩ অর্থবছরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ষ্ঠ-১০ম শ্রেণিতে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে সহায়তার জন্য অনলাইন আবেদনের সময় আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে www.eservice.pmeat.gov.bd/admission এ লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে।

এতে আরও বলা হয়েছে, ই-ভর্তি সহায়তার ব্যবহার নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে হবে।


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!