1. newsjibon@gmail.com : adminsp :
ধূমপান ও তামাকজাত দ্রব্যের উপর ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা - সুনামগঞ্জ প্রতিদিন
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন

ধূমপান ও তামাকজাত দ্রব্যের উপর ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা

প্রতিদিন প্রতিবেদক
  • শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৯ বার পঠিত
Spread the love

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর আলোকে ও “স্থানীয় সরকার প্রতিষ্ঠানে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন” করার লক্ষ্যে সুনামগঞ্জ পৌরসভার উদ্দ্যেগে বুধবার বিকেলে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল এর সম্মূখে ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভ্রাম্যমান মোবাইল কোর্টের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ মহিবুল্লাহ আকন। সুনামগঞ্জ পৌরসভার পক্ষে সমাজ উন্নয়ন কর্মকর্তা ও তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের ফোকাল পয়েন্ট মোঃ নিজাম উদ্দিন। প্রসিকিউটার হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জনের কার্যালয়ে কর্মরত জেলা স্যানেটারী ইন্সপেক্টর শেখর কান্তি পাল, স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএসএ’র নির্বাহী পরিচালক মোঃ মিজানুল হক সরকার, জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী আব্দুস শহিদ প্রমুখ। তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান না মানার কারনে জেলা সদর হাসপাতাল এলাকার ব্যবসায়ী কামাল হোসেনকে ১৫শ টাকা, খোকন মিয়াকে ২ হাজার টাকা, মোঃ জসিমকে ১৫শ’ টাকা, শাহীনকে ৫শ টাকা করে জরিমানা আদায় ও চূড়ান্ত সতকর্তা প্রদান করা হয়। ভ্রাম্যমান মোবাইল কোর্ট জানিয়ে দেন স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠান থেকে ১০০ মিটারের মধ্যে সিগারেট, বিড়ি, জর্দা, গুল, সাদাপাতা ইত্যাদি তামাকজাত দ্রব্য বিক্রয় করতে পারবে না। সেই সাথে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ অমান্য করে ব্যবসা পরিচালনা করলে আইনের বিধি-বিধান অনুযায়ী ভবিষ্যতে প্রশাসন থেকে কঠোর শাস্তি প্রদান করা হবে বলে সতর্ক করা হয়।


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!