1. newsjibon@gmail.com : adminsp :
দিরাইয়ে নির্মাণের মাস না যেতেই আরসিসি সড়কে ভাঙন - সুনামগঞ্জ প্রতিদিন
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন

দিরাইয়ে নির্মাণের মাস না যেতেই আরসিসি সড়কে ভাঙন

  • বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৪৭ বার পঠিত
Spread the love

মোশাহিদ আহমদ, দিরাই : সুনামগঞ্জের দিরাই পৌর শহরের একটি সড়ক নির্মাণের মাস না যেতেই ভাঙন ধরেছে। পৌর সদরের ১, ২ ও ৩নং ওয়ার্ডের বাসিন্দারাসহ উপজেলার জগদল, করিমপুর ও তাড়ল ইউনিয়নের ২৫/৩০ হাজার মানুষ ওই সড়ক দিয়ে যাতায়ত করেন। অভিযোগ আছে, ব্যাপক দুর্নীতির আশ্রয় নেয়ার কারণে আরসিসির নতুন রাস্তা নির্মাণ শেষ না হতেই ভেঙ্গে যাচ্ছে। এ অবস্থায় পৌর কর্তৃপক্ষ রাস্তার কাজের মান খারাপ হবার বিষয়টি স্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিকিউরিটিসহ ৩৫ শতাংশ বিল আটকে দেয়ার কথা জানিয়েছেন। জানা যায়, স্থানীয় সরকারের এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় বিশ^ব্যাংকের অর্থায়নে প্রায় ৫৫ লাখ টাকা ব্যয়ে দিরাই হাইস্কুল রোডের ৩৬০ মিটার রাস্তা আরসিসিকরণ সম্পন্ন করে দিরাই পৌরসভা। কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অর্ঘ নির্মাণ সংস্থার স্বত্তাধিকারী দীপক কান্তি সরকার দিরাই পৌর এলাকার কয়েকজন প্রভাবশালী ঠিকাদারদের কাছে কাজটি বিক্রি করে দেন। নাম প্রকাশে অনিচ্ছুক হাইস্কুল রোডের কয়েকজন ব্যবসায়ী বলেন, জেলা শহর থেকে রেডিমিক্স ঢালাই এনে রাতের বেলা রাস্তাটি নির্মাণ করা হয়েছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও পরিমাণমতো সিমেন্ট না দেয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে মনে করেন তারা। ব্যবসায়ীরা বলেন, সড়কটি এখন তাদের জন্য বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে। সারাদিন ধুলো-বালিতে নিজেরা অসুস্থ হবার পাশাপাশি দোকানের মালামাল নষ্ট হচ্ছে। সরজমিন দেখা যায়, নতুন নির্মিত সড়কটির প্রায় পুরোটা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। খোয়া ও বালি উঠে সড়কটি বেহাল হয়ে পড়েছে। ব্যস্ত সড়কটি ধুলো-বালিতে আচ্ছন্ন। দিরাই পৌরসভার মেয়র বিশ^জিৎ রায় বলেন, পৌর এলাকায় আমরা অনেকগুলো কাজ করেছি। এ অবস্থা আর হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের সিকিউরিটিসহ ৩৫ শতাংশ বিল আটকে দেয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়ে আমরা ২/১ দিনের মধ্যে বসবো। দিরাই পৌরসভার সহকারি প্রকৌশলী হেলাল আবেদিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি পরে মন্তব্য করবেন জানালেও পরবর্তীতে আর ফোন রিসিভ করেননি।

 


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!