1. newsjibon@gmail.com : adminsp :
সাংবাদিকদের মানোন্নয়নের জন্য কাজ করছে প্রেস কাউন্সিল : বিচারপতি নিজামুল হক নাসিম - সুনামগঞ্জ প্রতিদিন
শনিবার, ১৮ মে ২০২৪, ১১:১৭ অপরাহ্ন

সাংবাদিকদের মানোন্নয়নের জন্য কাজ করছে প্রেস কাউন্সিল : বিচারপতি নিজামুল হক নাসিম

  • মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১২৬ বার পঠিত
Spread the love

বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সুনামগঞ্জ সার্কিট হাউজের কনফারেন্স রুমে প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ ও প্রেস কাউন্সিল প্রণীত সাংবাদিকদের জন্য আচরণবিধি প্রতিপালন শীর্ষক এ সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. মাসুদ খান, জেলা তথ্য অফিসের উপপরিচালক মো: আব্দুস সাত্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস কাউন্সিলের সুপারিন্টেনডেন্ট মো. শাখাওয়াত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বাস্তব ও ন্যায় সংগত লেখনীর মাধ্যমে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। সাংবাদিকদের মানোন্নয়নের জন্য কাজ করছে প্রেস কাউন্সিল। আপাতত শুধুমাত্র প্রিন্ট মিডিয়া নিয়ে কাজ করছি আমরা। বঙ্গবন্ধু ১৯৭৪ সালে ১৪ ফেব্রুয়ারি প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করেছেন। যাতে সত্য ও বস্তুনিষ্ঠ খবর প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারে। বঙ্গবন্ধু সাংবাদিকদের অনেক উঁচু স্থানের মানুষ মনে করতেন এবং সেই অনুযায়ী কাজ করতেন।
তিনি আরও বলেন, প্রেস কাউন্সিলের আইনে কি অধিকার আছে এবং সাংবাদিকদের কাজ কি তা বলা আছে। সাংবাদিকরা যদি আইন মেনে চলেন তাহলে আমার বিশ্বাস তারা সাংবাদিক হিসেবে আরো সুনাম অর্জন করতে পারবেন এবং মানুষের উপকারে আসবেন। সাংবাদিকদের ডাটাবেজ তৈরীসহ তাদের মান উন্নয়নের লক্ষ্য কাজ করছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। বক্তব্যের পাশাপাশি তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
বিচারপতি নিজামুল হক নাসিম বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে যারা মামলা করবেন অথবা সাংবাদিকরাও যদি কারও বিরুদ্ধে মামলা করেন তাহলে প্রেস কাউন্সিলে করতে পারবেন। এর মাধ্যমে কিছুটা হলেও মামলার জট কমবে বলে আমার ধারণা। পাশাপাশি প্রেস কাউন্সিল ট্রাইব্যুনাল এস্ট্রাবলিস্ট হবে।
সেমিনারে সাংবাদিকদের মধ্যে সিনিয়র সাংবাদিক দৈনক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ দে, সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমেদ তালুকদার, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দুৃ শেখর দাস, মানবকণ্ঠ প্রতিনিধি শাহজাহান চৌধুরী, বাসস প্রতিনিধি আল-হেলাল, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিমাদ্রী শেখর ভদ্র, সাবেক সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, কালেরকণ্ঠ ও ৭১ টিভি প্রতিনিধি শামস শামীম, আরটিভি প্রতিনিধি শহীদনূর আহমেদ, ডিভিসি টিভি প্রতিনিধি সাইদুর রহমান আসাদ ছাড়াও সুনামগঞ্জে কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা বক্তব্য দেন।
এতে অন্যান্যের মাঝে সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রওনক আহমদ বখত, বিটিভি প্রতিনিধি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, যুগান্তরের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!