1. newsjibon@gmail.com : adminsp :
সবার সহযোগীতায় সুষম উন্নয়নের মাধ্যমে এলাকা আলোকিত করতে হবে: এমপি মানিক - সুনামগঞ্জ প্রতিদিন
শুক্রবার, ১৭ মে ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন

সবার সহযোগীতায় সুষম উন্নয়নের মাধ্যমে এলাকা আলোকিত করতে হবে: এমপি মানিক

প্রতিদিন প্রতিবেদক
  • রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৪৪ বার পঠিত
Spread the love

এলঙ্গি মডেল হাই স্কুলের একাডেমিক উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ছাতক দোয়ারার ৭ লক্ষ মানুষ আমার একই পরিবারের মানুষ। প্রধানমন্ত্রীর উন্নয়ন কল্পে উন্নয়ন থেকে কেহ বাদ পড়বে না। এসময় তিনি সবার সহযোগীতায় সুষম উন্নয়নের মাধ্যমে এলাকা আলোকিত করতে হবে বলে জানান। গতকাল শনিবার (২মার্চ) দুপুরে ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের এলঙ্গি মডেল হাই স্কুলের মাঠে বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও এলাকাবাসীর আয়োজনে অত্র বিদ্যালয়ের (১কোটি ৮লক্ষ) টাকা ব্যয়ে একাডেমিক নতুন ভবন সহ মোট ৪টি প্রকল্পের শুভ উদ্বোধন ও ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকা থেকে ৫ম বারের মত পূণ:রায় জাতীয় সংসদ সদস্য এবং সরকারি প্রতিশশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় মুহিবুর রহমান মানিককে গণ সংবর্ধনা অনুষ্ঠানের উদ্ভোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তার আগে তিনি অত্র ইউনিয়নের কাঞ্চনপুর (১ কোটি ৬লক্ষ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বি-তল নতুন ভবন, জালালপুর টু হাসনাবাদ বাজার রাস্তায় (এলঙ্গি) মুরতাখাই খালের উপরে ব্রীজ নির্মাণ (২কোটি ৫০লক্ষ) ও সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল কদ্দুস সড়কের জালালপুর টু কাঞ্চনপুর বাজার পর্যন্ত ৩ কি:মি: রাস্তা সংস্কার (৩কোটি টাকা) সহ মোট কাজের উদ্ভোধন করেন। সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক আরো বলেছেন, ছাতক দোয়ারার হাজার হাজার বারকী শ্রমিক বেকার একটি কুচক্রী মহলের ইন্দনে। পাথর কুয়ারী খুলে দিলে বারকী শ্রমিকরা আর বেকার থাকবে না। আমি মহান সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষন করে বিষয় গুলো উৎত্থাপন করেছি। এসময় তিনি- হবে হচ্ছে বলে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ছাতক দোয়ারার মানুষকে বিব্রত করবো না। এসময় তিনি এলাকার উন্নয়নে নান বিষয়গুলো তুলে ধরেন। এলঙ্গি মডেল হাই স্কুলের গভর্ণিং বডির সভাপতি ও খুরমা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী ময়না মিয়া সভাপতিত্বে ছাত্রলীগ নেতা জাহির উদ্দীন মিলন ও মেম্বার খালিদ আহমদ খলিলের যৌত সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলার সহকারী প্রকৌশলী (শিক্ষা) পারভেজ ইষেন, ছাতক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, খুরমা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শামছুর রহমান, সিলেট জজ কোর্টের এপিপি মাছুম আহমদ, ছাতক উপজেলা যুবলীগের সভাপতি চেয়ারম্যান বিলাল আহমদ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, যুবলীগ নেতা নিয়ামত আলী, বিদ্যালয়ের শিক্ষার্থী সাবিয়া বেগম। এসময় মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক পৌর সভার প্রতিষ্ঠাতা মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, উপজেলা ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, চেয়ারম্যান সুন্দর আলী, চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগ নেতা আফজল হোসাইন, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম কিরন, যুবলীগ নেতা রইছ আলী, সাবেক ছাত্রলীগ নেতা চয়ন আহমদ প্রমুখ। এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক বদর উদ্দীন, যুবলীগ নেতা মাহফুজ বাবলু, যুবলীগ নেতা পাবেল আহমদ, যুবনেতা ইমান আলী, ছাইফুল আলম, ছাত্রলীগ নেতা জাকির হোসেন সহ অনেকেই। অনুষ্ঠানে কোরআন থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম।


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!