1. newsjibon@gmail.com : adminsp :
সদরে ৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের বহুতল ভবনের উদ্বোধন করলেন হুইপ পীর মিসবাহ্ এমপি - সুনামগঞ্জ প্রতিদিন
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:৫০ অপরাহ্ন

সদরে ৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের বহুতল ভবনের উদ্বোধন করলেন হুইপ পীর মিসবাহ্ এমপি

  • বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৮০ বার পঠিত
Spread the love

পীর ফজলুর রহমান মিসবাহ’র ফাইল ছবি

প্রতিদিন প্রতিবেদক: মঙ্গলবার বিকালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জ এর নির্বাহী প্রকৌশলীর অফিস কক্ষে সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে (ভার্চুয়ালি) যোগদান করেন সুনামগঞ্জ -০৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ্। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আমি আমার দায়িত্ব্য পালন কালে সততার সাথে জনগণের সেবা করে গেছি। আমি সব সময় চেষ্টা করে গেছি আমার নির্বাচনী এলাকার উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করতে। উন্নয়নের সকল সেক্টরে আমি সর্বাধিক কাজ বাস্তবায়ন করার চেষ্টা করেছি। কতটা সফলতা আনতে পেরেছি তা আমার নির্বাচনী এলাকার সম্মানিত নাগরিকগণের সামনেই দৃশ্যমাণ। পীর মিসবাহ্ বলেন আজকে আমি এই ৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিক ভবনের কাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর করার মাধ্যমে আমার নির্বাচনী এলাকার জনসাধারণকে একটি ম্যাসেজ দিতে চাই আর তা হল আমার সময়েই সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় আমার সময়েই সবচেয়ে বেশি শিক্ষা অবকাঠামোর কাজ বাস্তবায়ন করা হয়েছে। এর আগে কোন বিদ্যালয়ে বহুতল ভবন ছিলনা। তিনি বলেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞ তিনি আমার সুনামগঞ্জ -০৪ আসনে ব্যাপক উন্নয়ন উপহার দিয়েছেন। পীর মিসবাহ্ বলেন আমি আগামীদিনেও অতীতের মত করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেই পথ হাটতে চাই। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জ এর নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে ও উপ- সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম মনির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান রসিদ আহমদ রঙ্গারচর হরিনাপাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর খান আলহাজ্ব জমিরুন নুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ রুহুল আমিন সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ জমির উদ্দিন মাশুক চরমহল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার পাল এসময় আরো উপস্থিত ছিলেন রঙ্গারচর ইউপি জাপার আহ্বায়ক ফয়জুর রহমান আলহাজ্ব জমিরুন নুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজিজুল হক লক্ষণশ্রী ইউপি সদস্য মহিনুর রহমান মীরেরচর ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শাহ আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ও শিক্ষকগণ। উদ্বোধন কৃত বিদ্যালয় গুলো হল:শুভ উদ্বোধন ১।এইচ এমপি উচ্চ বিদ্যালয় ২।রঙ্গারচর হরিণাপাঠী উচ্চ বিদ্যালয় ৩।আলহাজ্ব জমিরুন নুর উচ্চ বিদ্যালয় ৪।লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ৫।চরমহল্লা উচ্চ বিদ্যালয় ৬।মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয় ৭।ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসা ৮।ইসলামগঞ্জ ডিগ্রী কলেজ এবং শুভ ভিত্তি প্রস্থর স্থাপন করেন দারুল হুদা দাখিল মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবনের।


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!