1. newsjibon@gmail.com : adminsp :
মধ্যনগরে উৎপাদিত ফসলের ফলন নিয়ে মাঠ দিবস পালিত - সুনামগঞ্জ প্রতিদিন
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:৫৩ পূর্বাহ্ন

মধ্যনগরে উৎপাদিত ফসলের ফলন নিয়ে মাঠ দিবস পালিত

প্রতিদিন প্রতিবেদক
  • বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৩৮ বার পঠিত
Spread the love

মধ্যনগরে ২০২৩-২০২৪ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে স্থাপিত প্রদর্শনীর মাঠ দিবস পালিত হয়েছে। ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দুটি পৃথক স্থানে ভুট্টা চাষ ও বারি সরিষা-১৭ জাতের ফলন নিয়ে এ মাঠ দিবস পালন করা হয়েছে। ইউনিয়নের ঘাসী গ্রামে অনুষ্ঠিত মাঠ দিবসে উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্নার সভাপতিত্বে ও বংশীকুন্ডা মো. মহিবুল কিবরিয়া তালুকদারের সভাপতিত্বে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা হার”ন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বংশীকুন্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান রাসেল আহমদ। মাঠ দিবসে ফসলের ফলন নিয়ে অভিজ্ঞতা, সফলতা ও সমস্যা নিয়ে বক্তব্য রাখেন কৃষি উদ্যোক্তা সুভাষ সরকার, লিটন সরকার, অমিত হাসান রাজু, মো. শামীউল কিবরিয়া তালুকদার, সুরঞ্জন সরকার, রাজস্ব খাতের কৃষক গ্র”পের সভাপতি এ বি এম জুয়েল তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কামর”ল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন, আকমল হোসেন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এর পূর্বে বংশীকুন্ডা এরিয়ার ২০ জন কৃষক-কৃষাণীকে উঠান বৈঠকের মাধ্যমে পারিবারিক পুষ্টি চাহিদা যোগানের জন্য দিকনির্দেশনা, পুষ্টি কার্ড, প্লেট ও বিভিন্ন শাক-সবজির বীজ, ফলের চারা বিনামূল্যে প্রদান করা হয়।


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!