1. newsjibon@gmail.com : adminsp :
বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আলী আমজাদ আর নেই: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন - সুনামগঞ্জ প্রতিদিন
সোমবার, ০৬ মে ২০২৪, ০৭:০৩ অপরাহ্ন

বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আলী আমজাদ আর নেই: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ৬৯ বার পঠিত
Spread the love

প্রতিদিন প্রতিবেদক: সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজাদ (৭৮) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার দিবাগত রাত ২টায় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহি রেখে গেছেন।

সুনামগঞ্জের মরমী কবি হাছন রাজার কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায়  চিরনিদ্রায় শায়িত হয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জ পৌরসভার তেঘরিয়া আবাসিক এলাকাধীন গাজীর দরগাহ কবরস্থানে তাঁকে দাফন করা হয়।   এর আগে শহরের সুনামগঞ্জ কেন্দ্রীয় টাউন মডেল জামে মসজিদ ঈদগাহ প্রাঙ্গনে মরহুমের দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এখানে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নানের নেতৃত্বে একদল পুলিশ তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এসময় বিউগলে বেজে উঠে করুন সুর।

সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.রেজাউল করিম, জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার হাজী নুরুল মোমেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত  সভাপতি এডভোকেট নজরুল ইসলাম শেফু, বর্তমান সভাপতি তৈয়বুর রহমান বাবুল,নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট শেরেনুর আলী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী জাহান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সেন্টু, আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা কমিটির সাধারণ সম্পাদক কেবি মুর্শেদ জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধার সন্তান নজরুল ইসলাম ও জহির আহমদ সোহেলসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার সকালে মরহুম বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজাদের কর্মস্থলে তাঁর মরদেহে শ্রদ্ধাঞ্জলি প্রদান ও প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর সুনামগঞ্জ পৌরসভার মুক্তমঞ্চে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। সেখানে শ্রদ্ধাঞ্চলি প্রদান করবেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষ। মরহুম আলী আমজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করার সময় স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। দেশ মাতৃকাকে শত্রুমুক্ত করতে জাতির পিতার ডাকে একাত্তরের মুক্তি সংগ্রামের যোগ দেন তিনি। যুদ্ধ করেছেন বীর মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাশ  বীরবিক্রমের নেতৃত্বে। যুদ্ধকালীন কোম্পানী কমান্ডারেরও দায়িত্ব পালন করেছেন। তহিরপুর, সাচনাবাজার, মারকুলি সহ বিভিন্ন স্থানে যুদ্ধ করেছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ’র জন্ম ১৯৪৬ সালের ২৫ ডিসেম্বর ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শেখেরগাঁও গ্রামে।  ১৯৮৩ সালে নিজ এলাকায় ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।

বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আলী আমজাদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য,জেলা আইনজীবী সমিতির সভাপতি,জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য, জেলার ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানসহ বিভিন্ন সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।

বিশিষ্টজনদের শোক: বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আলী আমজাদ এর মৃত্যুতে সুনামগঞ্জের বিশিষ্টজনেরা গভীর শোক প্রকাশ করেছেন।

পৃথক পৃথক বিবৃতিতে সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ-৪ আসনের সাবেক এমপি এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট,সাধারণ সম্পাদক নোমান বখত পলিন,জাতীয় পদকপ্রাপ্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এস.এম শামসুল ইসলাম,জজকোর্টের পিপি এডভোকেট খায়রুল কবির রুমেন,জিপি এডভোকেট আখতারুজ্জামান সেলিম, সুনামগঞ্জ প্রতিদিনের সম্পাদক আহমদুজ্জামান চৌধুরী হাসান, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আল-হেলাল, সাধারণ সম্পাদক রওনক আহমদ  বখত, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর,সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আলী আমজাদ বড় ভাইয়ের মৃত্যুতে সুগভীর শোক প্রকাশ ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!