1. newsjibon@gmail.com : adminsp :
বিশ্বজন’র উদ্যোগ: পছন্দের কাপড় পাচ্ছেন মানবতার দেয়ালে - সুনামগঞ্জ প্রতিদিন
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০২:১১ অপরাহ্ন

বিশ্বজন’র উদ্যোগ: পছন্দের কাপড় পাচ্ছেন মানবতার দেয়ালে

  • শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৭৪ বার পঠিত
Spread the love

বিশেষ প্রতিনিধি : আপনার অপ্রয়োজনীয় কাপড় হতে পারে কারো প্রয়োজনীয় কাপড় এই স্লোগান কে সামনে রেখে সুনামগঞ্জে মানতবতার দেয়াল বানানো হয়েছে।
সারি সারি ভাবে রাখা বিভিন্ন বয়সের কাপড়। শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, শাড়ি, বাচ্চাদের কাপড় সহ সকল ধরনের কাপড় বিনামূল্যে নিতে পারছেন নিম্ন শ্রেণীর মানুষেরা। সুনামগঞ্জ পৌর শহরের বিহারী পয়েন্টে পুরাতন কাপড় দিয়ে মানবতার দেয়াল তৈরি করেছে বিশ্বজন রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবারে দুপুরে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। প্রথম দিন তিনশত কাপড় রাখা হয়েছে দেয়ালে। উদ্বোধনের পরই নানা শ্রমজীবী মানুষদের দেয়াল থেকে পছন্দের কাপড় নিতে দেখা গেছে।
উদ্বোধনে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিলুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল, শিশু চিকিৎসক ডা.সৈকত দাস, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি এআর জুয়েল, এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, সমাজকর্মী নুরুল হাসান আতাহার, মেজাহিদুল ইসলাম মজনু, কামরুজ্জামান কামরুল, বিশ্বজন এর প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, ভারপ্রাপ্ত সভাপতি আভি ফাহিম, সাধারণ সম্পাদক মাহবুবা জেবা সহ সংগঠনের সদস্য বৃন্দ।
স্বেচ্ছাসেবি সংগঠন বিশ্বজন এর সভাপতি আভি ফাহিম জানান, সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ পুরাতন কাপড় বাসার যেখানে সেখানে ফেলে রাখেন যেগুলো তাদের প্রয়োজন নেই। এই ধরনের কাপড় সংগ্রহ করে আমরা দেয়ালে রাখছি যাদের প্রয়োজন তারা যেন সহজেই নিতে পারে। আমরা প্রতিদিনই এখানে কাপড় রাখবো।


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!