1. newsjibon@gmail.com : adminsp :
দিরাইয়ে পুলিশের অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার - সুনামগঞ্জ প্রতিদিন
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:৫৬ পূর্বাহ্ন

দিরাইয়ে পুলিশের অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার

  • বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৭৯ বার পঠিত
Spread the love

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই থানা পুলিশের অভিযানে ২টি পাইপগান, ৫ টি কার্তুজের খোসা, ২ টি ধারালো অস্ত্র, ৪০ টি এককাইট্টা ও ২ টি ঢাল উদ্ধার হয়েছে। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) শহীদুল হক মুন্সীর নেতৃত্বে দিরাই থানার অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেনসহ পুলিশ সদস্যরা অংশ নেন। গতকাল (বৃহস্পতিবার ২৬-১০-২০২৩) দুপুর ১২টায় দিরাই থানায় প্রেস ব্রিফিং করে এ তথ্য জানিয়েছেন দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সী। প্রেস ব্রিফিংয়ে দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনি রায়, দিরাই থানার অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আকরাম হোসেনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গত মঙ্গলবার দিরাই থানাধীন রাড়ইল গ্রামে ও বুধবার পুকিডহর গ্রামে দু’পক্ষের মধ্যে মারামারি ও গোলাগুলির ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান পরিচালনা করে। মঙ্গলবার রাতে রাড়ইল গ্রাম থেকে একটি পাইপগান, ৪০ টি এককাইট্টা, ২ টি ঢাল, ২ টি কার্তুজের খোসা এবং বুধবার রাতে পুকিডহর গ্রামের জামাল খানের ঘরের বক্স খাটের নিচ থেকে একটি পাইপগান, ২টি ধারালো অস্ত্র ও ৩ টি কার্তুজের খোসা উদ্ধার করে জব্দ করা হয়। সংঘর্ষে এসব অস্ত্র ব্যবহৃত হয়েছে জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, অভিযানকালে পুকিডহর গ্রামের মৃত ময়না খানের ছেলে সাবাজ খান ও জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামের মুক্তার মিয়ার ছেলে জানু মিয়াকে গ্রেপ্তার করা হয়। পৃথক এসব সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!