1. newsjibon@gmail.com : adminsp :
তাহিরপুরে শাহিদাবাদে বর্ডারহাটের উদ্বোধন - সুনামগঞ্জ প্রতিদিন
রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:৫৫ পূর্বাহ্ন

তাহিরপুরে শাহিদাবাদে বর্ডারহাটের উদ্বোধন

  • বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২০৮ বার পঠিত
Spread the love

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের শেষ সীমান্ত তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড়ের শাহিদাবাদ বর্ডারহাট টি উদ্বোধন করা হয়েছে। এটি জেলার তৃতীয়তম বর্ডার হাট।
বুধবার দুপুরে উপজেলার সীমান্তের বাদাঘাট ইউনিয়নের শাহিদাবাদ ও ভারতের মেঘালয়ের নালিকাটা(গুমাঘাট ওয়েস্ট খাসিয়া হিলস)এলাকার মধ্যবর্তি স্থানে নির্মিত বর্ডারহাটটি উদ্বোধন করেছে দু দেশের দায়িত্বশীলগন।
বেলুন ও পায়রা উড়িয়ে হাটটি উদ্বোধন করার পরই দু’দেশের ক্রেতা-বিক্রেতা ও উৎসাহী মানুষের ভিড় জমে। হাটে দু’দেশের দোকানিদের স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্য,পান-সুপারি,সবজি, নানা জাতের মসলা, জুতা, প্রসাধনসামগ্রী বিক্রি করতে দেখা গেছে।
প্রতি সপ্তাহে একদিন বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ হাটে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিক্রি হবে এবং হাটের ৫ কিলোমিটার এলাকার বাসিন্দারা পণ্য ক্রয়-বিক্রয়ের সুযোগ পাবেন এমনকি উভয় দেশের ১২টি করে মোট ২৪টি দোকান হাটটিতে বসবে।
এ-উপলক্ষ্যে আলোচনা সভায় সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের এমপি সামিমা আক্তার খানম, ভারতের নিয়োযুক্ত সহকারী হাই কমিশনার( দুতাবাস সিলেট)নিরাজ কুমার জাসুয়াল,এমএলএ খাসিয়া হিলস
পিউস মারওয়েল,ভারতের ডেপুটি ডাইরেক্টর (এমআইজেসি)ওয়ার সং,সাউথ ওয়েস্ট খাসী হিল রানীগর এডিসি লিংকর কিংজিং,ডেপুটি কমিশনার সাউথ ওয়েস্ট খাসী হিলস টি লেংগুয়া,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ,লীগের সভাপতি নুরুল হুদা মুকুট,মেঘালয় ১৯৩ ব্যাটালিয়ান অধিনায়ক রাজিব শর্মা,
সুনামগঞ্জ ২৮ অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুবুর রহমান,পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ,সাধারণ সম্পাদক নোমান বকত পলিন,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা,ওসি সৈয়দ ইফতেখার হোসেন,বাদাঘাট ইউপি চেয়ারম্যান নিজাম
উদ্দিন বক্তব্য রাখেন। এসময় বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসাইন, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া,দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মোরাদ,দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী,
বিজিবি ও বিএসএফ এর কর্মকর্তাসহ বর্ডার হাট পরিচালনা কমিটির সদস্যগন উপস্থিত।
উল্লেখ্য,১লা জানুয়ারি ২০১৮সালে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সীমান্তে হাট স্থাপনের সিদ্ধান্ত হয়। ওই দিন এ সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ-ভারতের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছিল। এর পূর্বে ২০১২ সালের ২৪ এপ্রিল সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের সীমান্তবর্তী ডলুরা এলাকায় এবং ভারতের মেঘালয়ের বালাট সীমান্তে সুনামগঞ্জে প্রথম ডলুরা বর্ডার হাট চালু হয়। ২০২২ সালের ১২ মে সুনামগঞ্জের দোয়ারাবাজারের বোগলা ইউনিয়নের সীমান্ত এলাকায় বাগানবাড়ি-রিংকু নামে দ্বিতীয় বর্ডার হাটটি চালু করা হয়।

 


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!