1. newsjibon@gmail.com : adminsp :
জামায়াত নির্বাচন করতে পারবে কি না সিদ্ধান্ত ইসির : পরিকল্পনামন্ত্রী - সুনামগঞ্জ প্রতিদিন
শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন

জামায়াত নির্বাচন করতে পারবে কি না সিদ্ধান্ত ইসির : পরিকল্পনামন্ত্রী

  • শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৮ বার পঠিত
Spread the love

শান্তিগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, জামায়াতে ইসলাম একটি জঙ্গি সংগঠন সেটা দেশের মানুষ জানে। জামায়াত জাতীয় নির্বাচন করতে পারবে কি না, তাদেরকে নিবন্ধন দেওয়া হবে কি না সেটা সরকারের দেখার বিষয় নয়, নির্বাচন কমিশন সেটা দেখবে। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিবে আমরা মেনে নিব।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজের ৫ তলা প্রশাসনিক কাম মাল্টিপারপাস ভবণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে। সেই সুষ্ঠ নির্বাচনে যদি দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।
দেশের ব্যাংকখাত নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, দেশে ব্যাংকখাতগুলো থেকে যারা ঋণ নিয়ে পরিশোধ করছেন না তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনের মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এরপর সকাল সাড়ে ১১ টায় উপজেলার উমেদনগর মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোন ও বিকাল ৩ টায় পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব, সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল লতিফ কালাশাহ প্রমুখ।


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!