
স্টাফ রিপোর্টারঃ সদর উপজেলার মঙ্গলকাটা বাজার-নুরুজ পুর রাস্তা শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে ১ কোটি ৫৫ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার উদ্বোধন করেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। উদ্বোধন শেষে মঙ্গলকাটা বাজার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জাহাঙ্গীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রশিদ আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন মনির, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু, সুরমা ইউপি জাপার আহ্বায়ক সিরাজ মিয়া, রঙ্গারচর ইউপি জাপার আহ্বায়ক ফয়জুর রহমান, জাতীয় পার্টি নেতা আব্দুল কুদ্দুস, জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, জাতীয় পার্টি নেতা শাহ আলম, আব্দুল লতিফ, ওয়াহিদ উদ্দিন, কাজি শাহেদ আলী, এরশাদ,লিটন, শাহিনুর।