
শান্তিগঞ্জ প্রতিনিধি : ঐতিহ্যবাহী গণি নগর ষোল গ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বাংলা) শাহ্ মো.কামরুজ্জামান শান্তিগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ উপলক্ষ্যে শান্তিগঞ্জ উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয় থেকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে থেকে মাধ্যমিক স্কুল পর্যায়ে তিনি শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।
উপজেলা প্রশাসন বাছাই কমিটি তাঁর শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা,সৃজনশীল প্রশ্নপত্র তৈরির দক্ষতা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃঙ্খলাবোধ, সময়ানুবর্তিতা, ডিজিটাল কনটেন্ট তৈরি ও মাল্টিমিডিয়ার ব্যবহারসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে তাঁকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করেছেন। শিক্ষকতা পেশায় তিনি সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষক ও নিরীক্ষক এর দায়িত্বও পালন করছেন।