
প্রতিদিন প্রতিবেদক: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি,জাতীয় সদর দপ্তরের সহায়তায় সুনামগঞ্জ রেডক্রিসেন্ট ইউনিটের ব্যবস্থাপনায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত ২২২টি পরিবারের মাঝে এসব শুকনা খাবার বিতরণ করা হয়। বিতরণকৃত প্রতি প্যাকেটে ছিল ৫কেজি চাল আধা লিটার সুয়াবিন, আধা কেজি ডাল, ১কেজি আলু। এর সাথে বরাদ্দকৃত ২০০বক্স হাইজিন পার্শ্বেল ও ৪৫০পিস জেরিকেন বিতরন করা হয়।
খাবার বিতরন কার্যক্রম উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট সুনামগঞ্জ ইউনিটের সেক্রেটারী আলহাজ্ব মোঃ মতিউর রহমান পীর এডভোকেট।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইউনিট কার্যনির্বাহী সদস্য হায়দার চৌধুরী লিটন, মোঃ এমদাদুল হক শাহজাহান, ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদার, আজীবন সদস্য আলমতাজ বেগম রুপি, যুবপ্রধান ফারজানা আক্তার ঝর্ণা, উপ-যুবপ্রধান সালেহ আহমদ রিয়াদ,প্রিয়াস শ্যাম প্রিতম ,সিনিয়র যুব সদস্য মোঃ সেরুজ্জামান, মোঃ ফারূক মিয়া,আব্দুস সালাম, মাছুম আহমেদ,শাহজাহান আলম সিদ্দিকী, সোয়েব আবেদীন, সুমন আহমদ,আবু জাকের প্রিন্স,যুবসদস্য আপন আহমদ, সুমি আক্তার,রেহেনা বেগম,সিহাব,মানিক প্রমুখ।