1. newsjibon@gmail.com : adminsp :
সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন - সুনামগঞ্জ প্রতিদিন
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন

সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

  • বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২৪১ বার পঠিত
Spread the love

বিশেষ প্রতিনিধি:  ‌ডি‌জিটাল প্রযু‌ক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম‌্য কর‌বে নিরসন এই প্রতিপাদ‌্যকে সাম‌নে রে‌খে বাংলা‌দেশ পু‌লিশ উইমেন নেটওয়ার্ক এর আয়োজ‌নে সুনামগঞ্জ জেলা পু‌লি‌শের সহ‌যো‌গিতায় আন্তর্জা‌তিক নারী‌ দিব‌স পালিত হয়েছে।

বুধবার বেলা ১২ টায় সুনামগঞ্জ জেলা পু‌লিশ লাইন্সে এ উপলক্ষ্যে আয়েজিত আলোচনা সভায় সভাপ‌তিত্ব ক‌রেন জেলা পু‌লিশ সুপার মোঃ এহস‌ান শাহ।

অনুষ্টা‌নের বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন, সুনামগঞ্জ নারী কল‌্যান সংস্থার সাধারণ সম্পাদক দিলারা আলম,ম‌হিলা সংস্থার সভাপ‌তি ফৌ‌জি আরা শা‌ম্মি,সদর উপ‌জেলা প‌রিষ‌দের নারী ভাইস চেয়ারম‌্যান নিগার সুলতানা কেয়া,মহিলা পরিষদের সাধারণ সম্পাদক  শরীফা আশরাফী,জেলা মু‌ক্তিযুদ্ধা কমান্ড এর সা‌বেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল মো‌মেন, সদর উপ‌জেলা মু‌ক্তিযুদ্ধা সংস‌দের কমান্ডার আব্দুল ম‌জিদ,সুনামগঞ্জ রি‌পোর্টার্স ইউনি‌টির সভাপ‌তি ল‌তিফুর রহমান রাজু, সাংবাদিক  পংকজ দে, রওনক বখত প্রমুখ।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান,  সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, ডিবি ওসি নন্দন কান্ত ধর,ডিআইও-১  আজিজুল ইসলাম,  ডিআইও ২  আব্দুল লতিফ তরফদার।

নারী অ‌ধিকার নি‌য়ে আলোচনা ক‌রেন নারী নেত্রী ও ন‌ারী পু‌লিশ সদস‌্যগন। বক্তারা ব‌লেন দে‌শের বি‌ভিন্ন দপ্ত‌রে নারীরা এখন কর্মকর্তা ও কর্মচা‌রি হি‌সে‌বে চাকু‌রি কর‌ছেন। নার‌ী চাকুরী‌জিবী‌দের সংখ‌্যা বৃ‌দ্ধি করার দা‌বি জানা‌নো হয়। এসময় বক্তারা আরো ব‌লেন,প্রত্যেকটা নারী তার নি‌জের অ‌ধিকার নি‌জে‌কে তৈ‌রি ক‌রে নি‌তে হ‌বে।

এছাড়া দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়।


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!