1. newsjibon@gmail.com : adminsp :
সীমান্ত পথে আসা ৯ ট্রাক ভারতীয় পিয়াজ আটক : স্লিপ দেখে ছেড়ে দিল পুলিশ - সুনামগঞ্জ প্রতিদিন
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৫:৫৮ অপরাহ্ন

সীমান্ত পথে আসা ৯ ট্রাক ভারতীয় পিয়াজ আটক : স্লিপ দেখে ছেড়ে দিল পুলিশ

  • শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১০৭ বার পঠিত
Spread the love

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত পথে প্রতিদিনই ঢুকছে ভারতীয় চিনি, পেয়াজ, গরম-মসলাসহ বিভিন্ন মাদকদ্রব্য। এসব চোরাই পণ্য বৈধ করতে সীমান্তবর্তী বিভিন্ন হাটের ভুষিমালের দোকান থেকে সংগ্রহ করা হচ্ছে ক্রয়ম্লিপ।
বৃহস্পতিবার (১ জুন) রাত সোয়া ৯টায় সহকারী পুলিশ সুপারের উপস্থিতিতে ছাতকের সুরমা সেতুর টোল প্লাজায় ভারতীয় পেয়াজ ভর্তি ৯টি ট্রাক আটক করে পুলিশ। এসময় পরিবহনকৃত পণ্যের বৈধতা যাচাইকালে ট্রাক চালকরা সীমান্তবর্তী বাজারের বিভিন্ন ভুষিমালের দোকান থেকে সংগ্রহ করা পেঁয়াজের ক্রয়স্লিপ দেখানের পর পেঁয়াজভর্তি ট্রাকগুলো ছেড়ে দেয় পুলিশ। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার অনেকেই বলেছেন, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নস্থ বাগানবাড়ি-রিংকু বর্ডারহাট চালুর পর থেকে ব্যাপকহারে বেড়েছে চোরাই পণ্যের রমরমা ব্যবসা। তারা বলেন, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় সবকিছু ম্যানেজ করেই গড়ে ওঠেছে এসব চোরাই সিন্ডিকেট। ফলে দোয়ারাবাজার উপজেলাধীন ভারতীয় সীমান্ত পথে অবৈধ চোরাচালান ব্যবসা এখন হয়ে ওঠেছে ওপেন সিক্রেট।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মুহাম্মদ মাঈনুল জাকির বলেন, অবৈধ ভাবে পেয়াজের চালান ছাতকে ঢুকছে খবর পেয়ে থানা পুলিশ পেয়াজভর্তি ৯টি ট্রাক আটক করে। পরে তল্লাশী চালিয়ে তাদের কাছে স্থানীয় দোকানের পেয়াজ ক্রয়ের স্লিপ দেখে পুলিশ তাদেরকে ছেড়ে দেয়।
সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক বলেন, চোরাচালানের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নিয়ে কাজ করছে। চোরাকারবারে জড়িতদের ধরতে পুলিশ সর্বদা তথ্য সংগ্রহ করছে।

 

 


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!