তিনদিনের সরকারি সফরে কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিমানবাহিনীর হেলিকপ্টারে করে মিঠামইন উপজেলা সদরের হেলিপ্যাডে পৌঁছান তিনি।
এসময় কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জের প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
মিঠামইনে পৌঁছার পর বিকেল সোয়া ৩টায় জেলা পরিষদের নতুন ডাক বাংলোতে গার্ড অব অনার প্রদান করা হয় রাষ্ট্রপতিকে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন