প্রতিদিন প্রতিবেদক: বিদ্যুৎ-গ্যাস, চাল-ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, দমন-নিপীড়ন বন্ধ করা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে সুনামগঞ্জে পদযাত্রা করেছে বিএনপি।
আজ শনিবার দুপুরে শহরের পুরাতন বাস স্টেশন থেকে জেলা বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ পদযাত্রা বের করে।এর আগে বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পদযাত্রায় যোগ দেন হাজারো নেতাকর্মী।একই সময়ে অদূরে ট্রাফিক পয়েন্টে আওয়ামী লীগের শান্তি সমাবেশ থাকায় টান টান উত্তেজনা ছিল শহরজুড়ে। পরে শহরের হোসেন বখত চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয় বিএনপির পদযাত্রা কর্মসূচি।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল,জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান জয়নুল জাকেরিন,অ্যাডভোকেট মল্লিক মইনুদ্দিন সোহেল, নাদের আহমদ, অ্যাডভোকেট শেরনুর আলি, অ্যাডভোকেট মাসুক আলম, আকবর আলি, আবুল কালাম আজাদ, আনসার উদ্দিন, আনিসুল হক, রেজাউল হক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: আইটি ঘর