দোয়ারাবাজার প্রতিনিধি: সময়টা স্মরণীয় করে রাখতে হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে গেলেন ফ্রান্স প্রবাসী রশিক আলী। আজ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের ভবানীপুর থেকে হেলিকপ্টারে চড়ে বিকেলে সুনামগঞ্জ থেকে কনে মুরশিদা আক্তার সোনিয়াকে নিয়ে ফেরেন বর রশিক আলী।
জানা যায়, দুপুরে দোয়ারাবাজার উপজেলা ভবানীপুর বাড়ির পাশে মাঠ থেকে কনেকে আনতে হেলিকপ্টারে সুনামগঞ্জ পানসী রেস্টুরেন্ট যান বর। বিকেলে কনেকে নিয়ে একই মাঠে অবতরণ করেন তিনি। এদিকে এ দম্পতিকে দেখতে ভিড় করেছেন শতাধিক উৎসুক মানুষ। ভিড় সামলাতে ও নিরাপত্তা দিতে কাজ করেছে এলাকাবাসী।
পরিবার সূত্রে জানা যায়, রশিদ আলী ফ্রান্স প্রবাসী।তিনি দোয়ারাবাজার উপজেলা দোহালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে রশিক আলী। তিনি ফ্রান্স প্রবাসী।
এছাড়া কনে মুরশিদা আক্তার সোনিয়া সুনামগঞ্জ পৌরসভার ৬২ এ/আ মোহাম্মদপুরের ফরিদ আহমেদ (আর্মি) মেয়ে।
বরের মা করফুল নেছা বলেন, তারা যেন দাম্পত্য জীবনে সুখ-শান্তিতে কাটাতে পারে সে জন্য সবাই দোয়া করবেন। আমরা তার সফলতা কামনা করি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: আইটি ঘর