প্রতিদিন প্রতিবেদকঃ জাতীয় শিশু প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে যন্ত্রসংগীত “গ” গ্রুপে সাগ্নিক তালুকদার ২০২২ এ ২য় এবং ২০২৩ এ ৩য় পুরষ্কার পেয়েও নির্বিকার। কারণ ২০২২ এর কম্পিটিসনে ২য় হয়েছে বলে বিচারকরা ওকে বাজাতেই দেয়নি যেখানে অপর প্রতিযোগি পেয়েছে অবারিত সুযোগ । ওরা নাকি সব বুঝে গেছে। কিন্তু সাগ্নিকের দুঃখটা এখানেই। ইস্, যদি একটু বাজানোর সুযোগ দিতো! না বাজিয়েই ৩য় পুরস্কার। সংগীতাঙ্গনে শুধুই পরিবারতান্ত্রিক যোগ্য বা অযোগ্য উত্তরাধিকারীরাই পুরষ্কৃত হবে এ প্রথার বিরোধী সে।
সে চায় সবাইকে সমান সুযোগ দিয়ে যোগ্যতার বিচার হোক। কারো প্রতি অবাধ সুযোগ এবং কাউকে হাত পা বেঁধে সাঁতরাতে বলা কাম্য নয়। তবুও আয়োজক, সম্মানিত বিচারকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা। আগামীতে আরো ভালো করার জন্য সকলের প্রার্থনা কামনা করেছে সাগ্নিক ।
সুনামগন্জ শহরের উকিলপাড়ার সন্তান সাগ্নিক, বাবা হলেন বাংলাদেশ ব্যাকের উচ্চপদমর্যাদা সম্পন্ন কর্মকতা সুব্রত তালুকদার আর মা হলেন পল্লবী রায় ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন