বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জে দুই অটো চালকের মারামারি ফেরাতে গিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে সুনামগঞ্জ পৌর শহরে ফারুক আহমদ (৩০) নামের এক মোদি ব্যবসায়ি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে পৌর শহরের নবীনগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ফারুক আহমদ পৌর শহরের মাইজবাড়ী এলাকার ওয়ারিস আলীর ছেলে। হত্যাকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।স্থানীয়রা জানান,বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর পয়েন্টে দুই অটো রিকশার মধ্যে ধাক্কা লাগাকে কেন্দ্র করে অটোচালক নাজমুল ও রুমানের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে এর জেরে নাজমুল ও তার সহযোগীরা সংঘবদ্ধ হয়ে অপর অটো চালক রুমানের উপর আক্রমণ করে। এসময় তাদের মারামারি ফেরাতে যান স্থানীয় মোদির দোকান ব্যবসায়ি ফারুক আহমদ। এক পর্ায়ে সংঘর্ষে লিপ্তকারিরা ফারুক আহমদের উপর ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে ফারুক আহমদকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন বলে জানা গেছে।হত্যাকান্ডের ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে অটো চালক রুমান,তারেক এনামুল, রবিউল নামে ৪ জন কে আটক করেছে সদর থানা পুলিশ। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী যুগান্তরকে বলেন, তুচ্ছ ঘটনায় আকষ্মিক এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে এর সাথে জড়িত সন্ধেহে চারজনকে আটক করেছি। আরও বিস্তরিত জানতে সিসি ফুটেজ দেখে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন