সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছেন সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক। গতকাল সোমবার (২৪ জুন) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এই সাংসদকে বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেন। জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখার উপসচিব মো. মাহবুব জামিল স্বাক্ষরিত চিঠিতে (নং ১১.০০.০০০০.৮০৩.৩৪.০৪৯.২৩-৪৬৭) এই মনোনয়নের কথা জানানো হয়। সোমবারের চিঠিতে আগের স্মারকটি বাতিল বলে উল্লেখ করা হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন