প্রতিদিন প্রতিবেদক: কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় শহরের মল্লিকপুর এলাকা থেকে এক কিলোমিটার দীর্ঘ পদযাত্রা করে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী,জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সাধারণ সম্পাদক এড. নুরুল ইসলাম নুরুল, সহসভাপতি আব্দুল লতিফ জেপি, নাদির আহমদ, সহ সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, কাজি নাসিম উদ্দিন লালা, অ্যাড.জিয়াউর রহিম শাহিন প্রমুখ।সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ কওে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ববাবধায়ক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করে আগামী জাতীয় সংসদ নির্বাচন দেয়ার দাবী জানান। অন্যতায় রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দাবী আদায় করা হবে বলে হুসিয়ারি দেন বক্তারা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন