1. newsjibon@gmail.com : adminsp :
সুনামগঞ্জে ৬৫০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন মেয়র নাদের বখত - সুনামগঞ্জ প্রতিদিন
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ৬৫০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন মেয়র নাদের বখত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৩৭ বার পঠিত
সুনামগঞ্জে ৬৫০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন মেয়র নাদের বখত
Spread the love

সুনামগঞ্জ পৌরসভা কর্তৃক পরিচালিত পাঁচটি পৌর এলাকায় প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া ৬৫০ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার উদ্যোগে পৌরসভা মিলনায়তনে শিক্ষার্থীদের মধ্যে এই এই ড্রেস বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও আরডিএসএ’র নির্বাহী পরিচালক মিজানুল হক সরকারের সঞ্চালনায় ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র নাদের বখত। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ কাওসার, মহিলা কাউন্সিলর পিয়ারা বেগম। এ সময় উপস্থিত পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল,হিসাব রক্ষক কর্মকর্তা সন্তোষ কুমার দাস, ১নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর ফয়সল আহমেদ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মেয়র বলেন, পৌর শহরে ৫টি পৌর প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয় সুনামগঞ্জ পৌরসভা পরিচালনা করেন আসছে। আমরা নিয়ম নীতির ভেতরে রেখে পরিচালনা করতে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন করছি এবং শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন উন্নয়ন করছি।


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!