সুনামগঞ্জে সিগারেট চেয়ে না পাওয়ায় প্রতিহিংসাপরায়ন এক যুবক ও তার ভাইদের হাতে প্রতিপক্ষীয় আরেক যুবক খুন হয়েছে। পুলিশ এ ঘটনার মূলহোতাকে আটক করেছে। নিহত যুবকের নাম কুরবান আলী (২৭)। সে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও গ্রামের জুনু মিয়ার পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান,রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জ সীমান্ত সংলগ্ন ধোপাজান চলতি নদীর পাড়ে বসা ছিল কুরবান আলী (২৭)। ঐ সময় একই গ্রামের পন্ডিত মিয়ার ছেলে আবেদিন (২৫) কুরবান আলীর কাছে একটি সিগারেট চায়। কিন্তু কুরবান আলীর কাছে সিগারেট নেই বলে জানালে ঊভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ আবেদীন,তার আরও তিন ভাই আকিবুল (৩২) আলাদিন (২৮) ও আশিক (২২) কে ঘটনাস্থলে ঢেকে এনে কুরবান আলীকে বেদম কিল ঘুষি মারতে থাকে এবং তার হাত ধরে রাখে। পরে আবেদিন তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে কুরবান আলীকে তার বাম কানের পিছনে প্রচন্ড বারী মারলে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়ে কুরবান আলী। সংবাদ পেয়ে কুরবান আলীর আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাইফুল ইসলাম থাকে মৃত ঘোষণা করেন। ঘটনার ব্যাপারে নিহতের ভগ্নিপতি সিরাজ মিয়া বলেন,আমার শ্যালক সে একজন নিরীহ ব্যক্তি তার বাবা মা পরিবারের সবাই চট্টগ্রামে কাজ করতে গেছেন। স্ত্রী ও ছোট দুই মেয়ে সন্তানকে নিয়ে বাড়িতে থাকতো সে। এখন পরিবারের একমাত্র উপার্জনকারী অভিভাবককে হারিয়ে তাঁর স্ত্রী ও সন্তানেরা দিশেহারা হয়ে পড়েছেন। এমন ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সুনামগঞ্জ সদর থানার ওসি আব্দুল আহাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আমরা নিশ্চিত হওয়ার সাথে সাথেই অভিযান চালিয়ে ঘটনার মূলহোতা আবেদিনকে গ্রেফতার করেছি এবং অন্যদেরকেও ধরতে আমাদের কার্যক্রম চলছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন