সুনামগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন,সুনামগঞ্জ জেলা প্রশাসনে পোষ্য সাংবাদিকতা বলে কিছু থাকবেনা। তবে জেলা প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে এমন একটা সেতুবন্ধন থাকতে হবে যাতে আমরা ঐক্যবদ্ধভাবে সকলে মিলে এই জেলার সমস্যা ও সম্ভাবনাগুলোকে চিহ্নিত করে এই জনপদকে এগিয়ে নিতে পারি। ব্যক্তিগতভাবে অনেকের মনে দু:খ কষ্ট আছে এবং থাকাটাই স্বাভাবিক। কিন্তু ভয় ও দু:খকে জয় করে আমরা আগামী দিনে একসাথে চলতে চাই। তিনি বলেন,আমি অনুধাবন করতে পেরেছি,বর্তমানে প্রশাসন জন সম্পৃক্তহীন হয়ে পড়েছে। প্রশাসনকে জন সম্পৃক্ততা বাড়াতে হবে,জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য সবাই মিলেই কাজ করতে হবে। কারণ এই দেশটা আমাদের,আমরা এই দেশের মানুষ। সব ক্ষেত্রেই দায়বদ্ধতা ও জবাবদিহীতা নিশ্চিত করতে হবে। মানুষের মত প্রকাশের অধিকার সমুন্নত রাখার জন্য আমি নিরলসভাবে কাজ করে যাব। বিভিন্ন পরিকল্পনা করে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করব। পরিবেশ রক্ষা করে মানুষের জীবন জীবিকার পথ প্রশস্থ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে সার্বিক বিষয় নিয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় এসব কথা বলেন। সভার শুরুতে জেলা প্রশাসক উপস্থিত সকল সাংবাদিকদের সাথে পরিচিত হন। পরে তিনি জেলার বিভিন্ন বিষয় সম্পর্কে সাংবাদিকদের কাছে জানতে চান। এ সময় উপস্থিত সাংবাদিকবৃন্দ জেলার বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল,সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ,সাধারণ সম্পাদক রওনক আহমদ বখত,বিটিভি প্রতিনিধি আইনুল ইসলাম বাবলু,দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পংকজ দে,দৈনিক সংবাদ প্রতিনিধি লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামকন্ঠ সম্পাদক বিজন সেন রায়,বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রতিনিধি আল হেলাল,সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক চৌধুরী এমরানুল হক,বাংলাভিশন প্রতিনিধি মাছুম হেলাল,আরটিভি প্রতিনিধি শহীদনূর আহমদ,প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল, সদস্য ফরিদ মিয়া,ইন্ডিপেন্ডেন্ট প্রতিনিধি জাকির হোসেন,সাংবাদিক রাজু আহমদ রমজান,মাই টিভি প্রতিনিধি আবু হানিফ ও এনটিভি প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী প্রমুখ। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে সাংবাদিকবৃন্দের উত্থাপিত বিষয়গুলো জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরসনে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। জেলা প্রশাসক পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করারও আশ্বাস দেন। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কাটা বন্ধ, সুনামগঞ্জ সদর উপজেলার ইজারাবিহীন ধোপাজান নদী থেকে অবৈধ ভাবে বালু-পাথর উত্তোলন বন্ধ,সিন্ডিকেট চক্রের চাঁদাবাজী প্রতিরোধ,রাতের বেলা ড্রেজার ও বোমা মেশিন দ্বারা বালি পাথর চুরি প্রতিরোধে ব্যবস্থা,পিয়াজ মাদক আমদানীসহ চোরাচালান বন্ধসহ অন্যান্য অপরাধ নির্মূল করার আহবান জানান। হাওরের ফসল রক্ষা বাধঁ টেকসই করার উপর গুরুত্বারোপ এবং অপ্রয়োজনীয় বাধঁ নির্মান করে সরকারী অর্থের অপচয় রোধে কঠোর পদক্ষেপ গ্রহন করার প্রতিশ্রুতি দেন। ইতিমধ্যে সুনামগঞ্জ পৌরসভার ফল বাজার উচ্ছেদ কার্যক্রমকে মডেল ধরে অবৈধভাবে ফুটপাতে ও রাস্তার উপর কেউ যাতে উচ্ছেদকৃত জায়গায় আবার কোন অবৈধ স্থাপনা নির্মাণ করতে না পারে সেজন্য সাংবাদিকদেরকে খেয়াল রাখার আহবাণ জানান। শহরের যানজট নিরসন করার জন্য একটি বাইপাস নির্মান করার এবং অবৈধ ভাবে দখলে রাখা খাল গুলো উচ্ছেদ করার ঘোষণাও দেন তিনি। নবাগত জেলা প্রশাসক সবার সহযোগিতা কামনা করেন এবং সবাই কে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন