1. newsjibon@gmail.com : adminsp :
সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত - সুনামগঞ্জ প্রতিদিন
রবিবার, ০৩ মার্চ ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন

সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

  • মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৬০ বার পঠিত
Spread the love

বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও দুই জন আহত হয়েছেন। সিলেট-সুনামগঞ্জ সড়কের হালুয়ারগাঁও নামক স্থানে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হন। এ ছাড়া সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাঁও নামক স্থানে বাসের ধাক্কায় এক পথচারী নিহত হন।

এলাকাবাসিও পুলিশ সূত্র জানা যায়, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সুনামগঞ্জ থেকে সিলেটগামি একটি ট্রাকের সাথে সুনামগঞ্জ শহরে আসার পথে  একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন। আহত হন আরও দুজন। তাদেরকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত ডাক্তার।

নিহতরা হলেন- জগন্নাথপুর উপজেলার জামালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে হাদিউল ইসলাম কামালী (২৪) ও চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার শিলাইগুড়া গ্রামের আবুল কালামের ছেলে নাসির আলম (২৮)।

এছাড়া দুর্ঘটনায় আহত জগন্নাথপুর উপজেলার মজিদপুর গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে ছইল মিয়ার (৫১) অবস্থা আশঙ্কাজনক । তিনি ওই অটোরিকশার চালক ছিলেন বলে জানা গেছে।

এদিকে, আজ ভোরে বাসের ধাক্কায় সদর উপজেলার জানিগাঁও নামক স্থানে এক পথচারী নিহত হন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক জিয়াউল হক।


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!