বিশেষ প্রতিনিধি: সুমামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে নৌকাডুবিতে তিন সহোদর ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার বেলা ২ টার দিকে বন্যার পানি বাড়তে দেখে আতঙ্কিত ওই তিন শিশু একটি ভাঙা ডিঙ্গি নৌকা নিয়ে মহাসড়কের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হল, গোবিন্দপুর গ্রামের সোহেল মিয়ার শিশু সন্তান ফারজানা (১৩), মারজানা (৮) ও রবিন (৪)।স্থানীয় লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ জানান, নৌকা ডুবিতে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।স্থানীয়রা জানান, ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে রবিবার সুনামগঞ্জে বাড়তে থাকে পানি। এ সময় সুহেল মিয়া ও তার স্ত্রী পারিবারিক কাজে শান্তিগঞ্জ উপজেলা সদরে ছিলেন। পানি বাড়তে দেখে আতঙ্কিত হয়ে বাড়িতে অবস্থানরত চার ভাই-বোনের মধ্যে ছোট তিন জন একটি ভাঙা ডিঙি নৌকা নিয়ে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উদ্দেশ্যে যাত্রা করে। প্রবল বাতাসের মধ্যে কিছু দূর যাওয়ার পর ভাঙা নৌকাটিতে পানি ঢুকে ডুবে যায়। এ সময় ভাই-বোনদের চিৎকার শোনে বাড়িতে থাকা অপর ভাই প্রতিবেশীদের নিয়ে ঘটনাস্থল যান। এসময় খোঁজাখুঁজি করে একজনের মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুর্ঘটনাস্থলে গিয়ে বাকি দুই জনের মরদেহ উদ্ধার করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন প্রতিদিনকে দুর্ঘটনায় তিন সহোদরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: আইটি ঘর