প্রতিদিন প্রতিবেদক : সুনামগঞ্জে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ছিলো আলোচনা সভা,কেক কাটা,ও দোয়া মাহফিল। শরিবার ( ২৫ ফেব্রুয়ারি ) রাত ৮টায় সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটের কার্যালয়ে আয়োজিত
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শহীদনূর আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ জেলা রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক এডভোকেট মতিউর রহমান পীর, এডভোকেট শেরেনুর আলী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির উদ্দিন মনির, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, জাতীয় পার্টির সদর উপজেলা সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু , দৈনিক মানবকন্ঠের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরী,সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটের কার্য নির্বাহী কমিটির সদস্য মাছুম হেলাল, সাবেক সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র, সহ-সভাপতি সেলিম আহমদ তালুকদারে। আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন যুগান্তরের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মাহবুবর রহমান পীর।
এসময় আরও উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী নুরুল হাসান আতাহের, জাতীয় পার্টির নেতা জসিম উদ্দিন, সাজিদুর রহমান, সাংবাদিক ঝুনু চৌধুরী, মাসুক মিয়া, হাসান চৌধুরী, আমিনুল ইসলাম, আমিনুল হক,নজরুল আহমেদ, কর্ণবাবু দাস, মনোয়ার চৌধুরী, আল আমিন, শাহরিয়ার সুমন, রাজন মাহবুব, মোসাব্বির প্রমুখ।
বক্তারা বলেন, দৈনিক যুগান্তর সত্যনিষ্ঠ ও সাহসিকতার কারণে পাঠকদের কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আরও অনেকদূর এগিয়ে যাবে। পত্রিকাটি দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে মন্তব্য করে তারা বলেন, এই পত্রিকাটি সত্যকে সত্য বলেই প্রতিষ্ঠিত করেছে। সবগুলো পাতায় গ্রহণযোগ্য রিপোর্ট পরিবেশনের কারণে সব মহলেই দৈনিক যুগান্তর পাঠকপ্রিয় হয়ে উঠেছে। সব শ্রেণি-পেশার মানুষের মুখপত্র হিসবে দায়িত্ব পালন করে যাচ্ছে দৈনিক যুগান্তর। বস্তুনিষ্ঠতা বজায় রেখে যুগান্তর ক্ষুরধার লেখনি অব্যাহত রেখেছে। যুগান্তর পাঠকপ্রিয় পত্রিকা হিসেবে সমাদৃত হয়েছে।অনুষ্ঠান শেষে মোনাজাতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নূরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করা হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: আইটি ঘর