প্রতিদিন প্রতিবেদক : কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে সুনামগঞ্জে জেলা আওয়ামী লীগ।মঙ্গলবার দুপুরে শহরের পৌরচত্ত্বর থেকে এ উপলক্ষে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।পরে সমাবেশে বক্তব্য রাখেনসুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। এ সময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগ নেতা এড. আব্দুল করিম,পৌরসভার মেযর নাদের বখত, আ্যাড.শুকুর আলী,জিতেন্দ্র তালুকদার পিন্টু প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জামায়াত যারা পদযাত্রার নামে দেশে সহিংসতা করবে আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,কৃষকলীগ,শ্রমিকলীগসহ সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দদেও সাথে নিয়ে তাদেও প্রতিহত করা হবে। তারা বলেন সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন হবে। কেউ বাধা দেয়ার চেষ্টা করলে রাজপথে কঠোর ভাবে জবাব দেয়া হবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: আইটি ঘর