1. newsjibon@gmail.com : adminsp :
সুনামগঞ্জে আওয়ামী লীগের শান্তি সমাবেশ - সুনামগঞ্জ প্রতিদিন
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৩:১৮ অপরাহ্ন

সুনামগঞ্জে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

  • রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৩ বার পঠিত
Spread the love

প্রতিদিন প্রতিবেদক: পদযাত্রার নামে সারাদেশে বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ।

আজ শনিবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে জেলা আওয়ামী লীগের ব্যানারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

একই সময়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে শহরে পদযাত্রা করে বিএনপি। এতে শহরে টান টান উত্তেজনা থাকলেও শেষপর্যন্ত শান্তিপূর্ণভাবেই শেষ হয় দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচি।

জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের সঞ্চালনায় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, পৌর মেয়র নাদের বখত, বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ, আওয়ামী লীগ নেতা রইছ উদ্দিন আহমদ, এডভোকেট চাঁন মিয়া, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে প্রমুখ।

 


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: আইটি ঘর

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!