সুনামগঞ্জে অনলাইনে ইসলামী গজল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে এরাউন্ড দি ভিলেজ সুনামগঞ্জ। এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব আজমল সায়েম। প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ খায়রুল হুদা চপল। মুহাম্মদ শাহনুর চিশতীর পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন শহরের মাদানিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল বছীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাঠইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি শামসুল ইসলাম, জার্মান প্রবাসী মিজানুর রহমান মিজান, মাওলানা আব্দুল ওয়াদুদ নোমান, মুফতি আব্দুল মালিক ত্বহা, বিশিষ্ট সমাজ সেবক কামরুল ইসলাম, ক্বারী সাইয়িদ শাহীন ও মুফতি আব্দুল বাসিত। উক্ত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ১০জন বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক ও আর্থিক অনুদানের চেক তুলে দেন অতিথিবৃন্দ। এসময় সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম বজলু প্রমুখ। উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তানজীম আহমেদ এবং তানজীম আহমদই সেরা পুরস্কার পেয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন