1. newsjibon@gmail.com : adminsp :
সুনামগঞ্জের ৫টি আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৪১জন - সুনামগঞ্জ প্রতিদিন
শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:১৪ অপরাহ্ন

সুনামগঞ্জের ৫টি আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৪১জন

  • শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১১৪ বার পঠিত
Spread the love

বিশেষ প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জে ৫টি সংসদীয় আসনে বিভিন্ন দল থেকে মোট ৪১জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে আ.লীগ থেকে স্বতন্ত্রসহ মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩জন, জাতীয় পার্টি থেকে বিদ্রোহী প্রার্থীসহ মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন। এছাড়া তৃণমূল বিএনপি, বিএনএম, বিএসপি, এনপিপি, জাকের পাির্টসহ বিভিন্ন দল থেকে প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিয়েছেন আরও ২২জন। তবে সুনামগঞ্জের কোন আসনে বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী হননি বলে জানা গেছে।
সুনামগঞ্জের ৫টি আসন থেকে যারা প্রার্থী হয়েছেন তাদের নাম ও দলের পরিচয়সহ আসনভিত্তিক নীচে তুলে ধরা হল।
সুনামগঞ্জ-১ ( তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা): এ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ৯জন। এরা হচ্ছেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রঞ্জিত চন্দ্র সরকার, স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন (আ.লীগ) ও সেলিম আহমদ (আ.লীগ), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান, গণফ্রন্ট প্রার্থী মো. জাহানুর রশীদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি হারিছ মিয়া, বাংলাদেশ কংগ্রেস পাটির প্রার্থী নবাব সালেহ আহমদ, তৃনমূল বিএনপি প্রার্থী মো. আশরাফ আলী ও বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী মো. রফিকুল ইসলাম চৌধুরী। সুনামগঞ্জ-২ ( দিরাই-শাল্লা): এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৬জন। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মামুদ (আল-আমিন চৌধুরী) , স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জয়া সেন গুপ্তা (আ.লীগ), স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান ( আ.লীগ), যুক্তরাজ্য শ্রমিক লীগের সভাপতি ড. মো. শামসুল হক চৌধুরী (আ.লীগ), গণতন্ত্রী পার্টি মিহির রঞ্জন দাস ও স্বতন্ত্র প্রার্থী ঋতেষ রঞ্জন দেব।
সুনামগঞ্জ-৩ ( জগন্নাথপুর- শান্তিগঞ্জ): এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৬ জন। এরা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মো. মাহফুজুর রহমান খালেদ, জাকের পার্টির মো.নজরুল ইসলাম, জাতীয় পার্টির তৌফিক আলী ও তালুকদার মো. মকবুল হেসেন (বিদ্রোহী জাপা)।
সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ^ম্ভরপুর): এ আসনে মনোনয়ন জমা দিয়েছেন মোট ৮জন। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিক, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী,বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার এম এনামুল কবির ইমন (আ.লীগ), মোবারক হোসেন (আ.লীগ) , জাসদ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের মো.রুহুল ইসলাম, পিপস্ পার্টির মোহাম্মদ দেলোয়ার, বিএনএমের মনোনীত প্রার্থী দেওয়ান শামছুল আবেদীন, বাংলাদেশ সুপ্রিম পার্টির আবুল ফজল মো. মাসউদ।
সুনামগঞ্জ-৫ ( ছাতক-দোয়ারাবাজার): এ আসনে মনোয়ন জমা দিয়েছেন মোট ১২জন প্রার্থী। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিবুর রহমান মানিক, স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী (আ.লীগ বিদ্রোহী), জাতীয় পার্টির প্রার্থী নাজমুল হুদা হিমেল ,বিএনএফের আশরাফ হোসেন, জাকের পার্টি শেখ ইয়াকুব আলী, গণফোরামের প্রার্থী আয়্বূ করম আলী, সুপ্রিম পার্টির আবু সালেহ, পিপলস্ পাটির্র আজিজুল হক , বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী মো. সাচ্চু বিশ্বাস, কৃষক শ্রমিক জনতা লীগের হাজী আব্দুল জলিল ও মনির উদ্দিন (জেপি)।


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!