শাল্লা প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে ট্রাক ও শ্রমিক বহনকারী পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে দিরাই উপজেলার ভাটিপাড়া রফিনগরের ও রাজানগর ইউনিয়নে নিহত ১০ পরিবারের পাশে দাঁড়িয়েছেন দিরাই-শাল্লা আসনে নৌকার সম্ভাব্য প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল-আমিন)। তিনি নিহত ১০ শ্রমিকের পরিবারকে তার ব্যক্তিগত ফান্ড থেকে নগদ ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা দিয়েছেন। গতকাল শনিবার ভাটিপাড়া ইউনিয়নে ৭ পরিবার, রাজানগর ইউনিয়নে ২পরিবার ও রফিনগর ইউনিয়নের ১টি পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদেরকে এ অর্থ সহায়তা তুলে দিয়েছেন। এসময় তিনি নিহত শ্রমিকদের পরিবারের খোঁজ-খবর নেন এবং আগামীতেও তাদের অপদ-বিপদে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমীন চৌধুরীর সাথে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম চৌধুরী মিফতা, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন