1. newsjibon@gmail.com : adminsp :
শীতের রাতে নদীর তীরে কাঁদা মাটিতে কাঁদছিল নবজাতক - সুনামগঞ্জ প্রতিদিন
শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ন

শীতের রাতে নদীর তীরে কাঁদা মাটিতে কাঁদছিল নবজাতক

  • বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ৯১ বার পঠিত
Spread the love

দিরাই প্রতিনিধি: টানা তিনদিন সকাল থেকে সন্ধ্যা সুর্যের দেখা নেই। কুয়াশায় ঘেরা চারপাশ। কনকনে শীতে ঘরের বাইরে বেরুনো দায়। এমনি শীতের রাতে নদীর তীর থেকে ভেসে আসছিল নবজাতকের কান্নার সুর। পথচারীরা আঁচ করতে পেরে পাশ্ববর্তী বাজারে গিয়ে ব্যবসায়ীদের ঘটনাটি জানান। ১০/১২ জন ছুটে যান ঘটনাস্থলে। মাথাসহ শরীরের বেশীরভাগ কাঁদা মাটিতে দেবে থাকা নবজাতক শিশুটিকে উদ্ধার করেন বাহার উদ্দিন নামের স্থানীয় একজন। এ লোমহর্ষক ঘটনাটির ঘটেছে সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজার এলাকায়। গত সোমবার দিবাগত রাত ৯টার দিকে বাংলাবাজার সংলগ্ন পিয়াইন নদীর তীর থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। পরে বাজারের বাসিন্দা আলমগীরের স্ত্রী মরিয়ম বেগম গরম পানিতে শিশুটিকে পরিস্কার করে পিয়াইন নদীর উত্তর পাড়ের বাসিন্দা আবুল হোসেনের হেফাজতে দেন। সকালে দিরাই থানা পুলিশের সহযোগিতায় স্থানীয়রা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। নবজাতকের চিকিৎসা, পোশাক ও খাবার ব্যবস্থা করে উপজেলা সমাজসেবা অফিস।
উদ্ধারকারী বাহার উদ্দিন বলেন, গামছায় মুড়িয়ে কে বা কাহারা শিশুটিকে নদীর তীরে কাঁদা মাটিতে ছুড়ে ফেলে যায়। এতে শিশুটির মাথাসহ শরীরের বেশীরভাগ নরম মাটিতে দেবে যায়। পরে আমি সেখান থেকে উঠিয়ে আনি। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. রায়হান উদ্দিন বলেন, শিশুটি সুস্থ ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সমাজসেবা অফিসের দায়িত্বশীলদের হেফাজতে দেয়া হয়েছে। তিনি বলেন, নবজাতকের নাভীর কাটা অবস্থা দেখে ধারণা করছি প্রসবের কাজটি অভিজ্ঞ কেউ করেছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই নবজাতকের চিকিৎসা, পোশাক ও খাবার দেয়া হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান, আইনশৃঙ্খলা বাহিনীসহ দায়িত্বশীলদের উপস্থিতিতে রফিনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য ওয়াহিদুল ইসলামের জিম্মায় দেয়া হয়েছে। এ বিষয়ে আমাদের বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নিবে।


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!