1. newsjibon@gmail.com : adminsp :
শিলাবৃষ্টি ও ঝড়ের মধ্যে রোগী বহনকারী অটোরিকশায় ভেঙ্গে পড়লো গাছ - সুনামগঞ্জ প্রতিদিন
শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪, ০৫:৪৪ অপরাহ্ন

শিলাবৃষ্টি ও ঝড়ের মধ্যে রোগী বহনকারী অটোরিকশায় ভেঙ্গে পড়লো গাছ

সুনামগঞ্জ প্রতিনিধি
  • বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১৪ বার পঠিত
Spread the love

সুনামগঞ্জে শিলাবৃষ্টি ও ঝড়ের মধ্যে রোগী বহনকারী অটোরিকশায় ভেঙ্গে পড়লো গাছ। সুনামগঞ্জ পৌর শহরের পুরোনো শিল্পকলার সামনে রোগী বহনকারী সিএনজি অটোরিকশার ওপর একটি গাছ উপরে পড়ে চালকসহ পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। এদের মধ্যে গুরুতর আহত একজন সাদ্দামকে (২৫) সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। আর গাড়ির অটোচালক রুয়েল (৩০) সদর হাসপাতালে ভর্তি আছেন। জানা গেছে, গত রোববার (৩১ মার্চ) রাত পৌনে ১১টা থেকে প্রবল বেগে ঝড় শুরু হয়। একজন রোগী নিয়ে ঝড়ের মধ্যেই হাসপাতালে যাচ্ছিলেন চালকসহ চারজন। হাসপাতাল সড়কের শিল্পকলার সামনে এলে গাছ উপরে গাড়ি ওপর পড়ে যায়। এ সময় গাড়ির ভেতর থাকা সবাই আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নিরুপম রায় চৌধুরী জানান, আহত সাদ্দামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেটে পাঠানো হয়েছে। চালককে রুয়েলকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়া, ঝড়ে জেলার বিভিন্ন স্থানের গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। ঝড় শুরু হওয়ার পর পর সারা জেলার বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবু নুয়মান জানিয়েছেন, ইতোমধ্যে বেশ কয়েকটি জায়গায় খুঁটি ভেঙ্গে পড়ার খবর পেয়েছি। জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনা এড়াতে লাইন পরীক্ষা করে করে বিদ্যুৎ সরবরাহ করতে হবে।


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!