শাল্লায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল পালন করা হয়েছে। দিরাই-শাল্লা নির্বাচনী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদের উদ্যোগে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টায় স্থানীয় বিএনপির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানটি পালন করা হয়েছে। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে ও যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেনের সঞ্চালনায় দোয়া মাহফিলটি সম্পন্ন করা হয়েছে। এসময় উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে দোয়া মাহফিল শেষে ঘুঙ্গিয়ারগাঁও গণসংযোগও করেছেন তিনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন