1. newsjibon@gmail.com : adminsp :
শান্তিগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন - সুনামগঞ্জ প্রতিদিন
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন

প্রতিদিন প্রতিবেদক
  • বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫ বার পঠিত
Spread the love

বৈষম্য দূরীকরণের মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণ পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে সারাদেশের ন্যায় শান্তিগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সুরমা হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশেন্দু কুমার দেব, জেবিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিবাস চন্দ্র বিশ্বাস, পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় সরকার, সাতগাঁও জীবদারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ, সহকারী প্রধান শিক্ষক মখলেসুর রহমান, কামরুজ্জামান, প্রভাষক সেলিম আহমদ, সহকারী শিক্ষক রিমা পুরকায়স্থ, আবু শাহিন, এসএম দিলোয়ার হোসেন, সাইদুল ইসলাম, আব্দুল গাফফার নোমান, আবুল খয়ের মানবেন্দ্র বিশ্বাস ও সুদিপ কুমার দাস প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের জন্য বছরের পর বছর দাবি করে আসছেন। সেই সঙ্গে পর্যাপ্ত বেতন-ভাতা না পেয়ে মানববেতর জীবন-যাপন করছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের জোর দাবি এসব প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে। জাতীয়করণ না করলে আগামীতে কঠোর আন্দোলন করা হবে। মানববন্ধনের আগে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার কাছে বিভিন্ন দাবি সম্বলিত স্মারক লিপি প্রদান করেন শিক্ষকবৃন্দ।


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!