1. newsjibon@gmail.com : adminsp :
শান্তিগঞ্জে এক ইউপি সদস্যের বিরুদ্ধে একাধিক প্রকল্প আতœসাতের অভিযোগ - সুনামগঞ্জ প্রতিদিন
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন

শান্তিগঞ্জে এক ইউপি সদস্যের বিরুদ্ধে একাধিক প্রকল্প আতœসাতের অভিযোগ

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ২৮ বার পঠিত
Spread the love

শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড সদস্য মজাহিদ খাঁনের বিরুদ্ধে একাধিক প্রকল্পের টাকা আতœসাতের অভিযোগ পাওয়া গেছে। প্রকল্পের টাকা আতœসাতের বিষয়ে বিগত ২৭ জুন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একাধিক অভিযোগ দায়ের করেন একই ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের মৃত গোরাই মুন্সির ছেলে সুফি মিয়া,মৃত আব্দুল মনাফের ছেলে আবদাই মিয়া, মো: মখলিছ মিয়ার ছেলে মো: আবুল মিয়া। অভিযোগ সূত্রে জানা যায়, টি আর প্রকল্প হতে ঠাকুরভোগ ব্রীজের উভয় পাশে মাটি ভরাটের জন্য ৫২ হাজার টাকা ও ঠাকুরভোগ গ্রামের ছুরত মিয়ার বাড়ি হইতে ইসলামের বাড়ি পর্যন্ত মাটি ভরাটের জন্য কর্মসূচির টাকা এবং ঠাকুরভোগ গ্রামের পূর্বকান্দা মসজিদ হতে রজনীগঞ্জ রাস্তার সংলগ্নে আলম খাঁনের বাড়ীর সামন পর্যন্ত রাস্তায় মাটি ভরাটের জন্য ২ লক্ষ টাকার উত্তোলন করে নামমাত্র মাটি ফেলে বাকি টাকা আতœসাৎ করেন । এছাড়া চলমান বন্যার সময় ৭ বস্তা চাল নিয়ে ১ বস্তা বিতরণ করে ৬ বস্তা চাল ইউপি সদস্য মজাহিদ খাঁন নিজেই আতœসাৎ করেছেন বলে একাধিক অভিযোগে উল্লেখ করেন অভিযোগকারীরা। এ ব্যাপারে ইউপি সদস্য মজাহিদ খাঁনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমার উপর আনিত অভিযোগ মিথ্যা বানোয়াট ষড়যন্ত্রমূলক বরাদ্দ পেয়ে সরকারি নীতিমালা অনুযায়ী সকল টাকার কাজ করিয়েছি এবং চলমান বন্যা পরিস্থিতিতে প্রাপ্ত চাল পেয়ে যাদের বাড়ী ঘরে পানি উঠেছে তাদের বাড়ি বাড়ি গিয়ে চাল বিতরণ করেছি।
এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!