1. newsjibon@gmail.com : adminsp :
শান্তিগঞ্জে আজ ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম - সুনামগঞ্জ প্রতিদিন
শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে আজ ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম

মো: নুরুল হক,শান্তিগঞ্জ
  • মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৪১ বার পঠিত
Spread the love

আজ বুধবার শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উপজেলার মঙ্গলবার সকাল থেকে ৮ টি ইউনিয়নের ৫৬টি কেন্দ্রে ব্যালটবাক্স সহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো পৌঁছে দেওয়া হয়েছে। উপজেলায় মোট ভোট সংখ্যা ১ লক্ষ ৪২ হাজার ৭ শত ৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৭২ হাজার ৪ শত ৮ এবং মহিলা ভোটার সংখ্যা ৭০ হাজার ৩ শত ৭৫ জন। মঙ্গলবার(৪ জুন) সকাল থেকে উপজেলা পরিষদের হলরুম থেকে বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম। প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা এসে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে বুঝে নিচ্ছেন ভোটের সরঞ্জামাদি। তারপর পুলিশ পাহারায় নিয়ে যাওয়া হচ্ছে নির্ধারিত কেন্দ্রে। আজ বুধবার সকাল ৮টায় শুরু হবে ভোট গ্রহণ। টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ উপজেলার ভোটাররা ভোট দেবেন ব্যালটে। শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়াারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়াারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, ভোটের সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পৌছে দেয়া হচ্ছে। সুষ্ঠু ও স্বতস্ফুর্তভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনের সার্বিক নিরাপত্তায় পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!