বাংলাদেশ যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা নাসরিন দিনা ডায়না ও সাধারন সম্পাদক এবং বিশ^ম্ভরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাত মরিয়মের নেতৃত্বে একটি আনন্দ র্যালী শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ঐতিহ্য যাদুঘরের সামনে গিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে। পরে ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সানজিদা নাসরিন দিনা ডায়নার সভাপতিত্বে ও জান্নাত মরিয়মের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন,জেলা কমিটির সহ অর্থ সম্পাদক সানজানা রায়হান প্রমিশা, সদস্য রীনা বেগম, কুশনুর
বেগম, সদরের সদস্য রাশিদা বেগম, শিপা বেগম, আছমা বেগম, জামালগঞ্জ উপজেলা কমিটির সভাপতি শাহানা আল আজাদ, যুগ্ম সাধারন সম্পাদক লতিফা বেগম ও বিশ^ম্ভরপুর উপজেলা কমিটির সভাপতি ফুল মালা প্রমুখ।
সুনামগঞ্জ জেলা যুব মহিলা লীগের সভাপতি ডায়না বলেন, বাংলাদেশ যুব মহিলা লীগ জাতির পিতার হাতে গড়া সংগঠন। এই সংগঠনের নেতৃকর্মীরা বাংলাদেশের যেকোন ক্রান্তিকালে রাজপথে থেকে যেকোন আন্দোলন সংগ্রামে অংশগ্রহন করে জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছে। আগামীতেও বিএনপি জামায়াতের যেকোন ষড়যন্ত্র প্রতিহত করতে রাজপথে থাকবে যব মহিলা লীগ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন