দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী ৫ জুন অনুষ্ঠিতব্য মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করার দায়ে মধ্যনগর উপজেলা যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (২ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি) কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বহিষ্কৃতরা হলেন-মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী ও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বৈরাচারী সরকারের অধিনে জালিয়াতির ডামী নির্বাচনে অংশ নেওয়ায় কারণে তাদেরকে যুবদলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, আগামী ৫ জুন অনুষ্ঠিতব্য মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী (চশমা প্রতিক) ও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক (টিয়া পাখি প্রতিক) নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন